Al Arafah Islami Bank MTO/TAO. আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এমটিও প্রস্তুতি।

যেভা‌বে Al Arafa Islami ব‌্যাং‌কের অর্ধ লক্ষ টাকা বেতনের জব‌টি আপনার হ‌তে পা‌রে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক  দ্বিতীয় প্রজন্মের একটি এস্টাব্লিশড্ ব্যাংক। যারা ইসলামী গড়ানার ব্যাংকে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য আল-আরাফাহ হতে পারে বেটার অপশন।

এক্সাম টেকার, কোয়েশ্চেন প্যাটার্নঃ

এক্সাম টেকার আইবিএ। এমসিকিউ, রিটেন একসাথে হয়। এমসিকিউ অংশে ইংলিশ, ম্যাথ, জিকে ও ইসলামিক ফিন্যান্স/ ব্যাংকিং নিয়ে প্রশ্ন হয়। গতবার ইসলামিক ফিন্যান্স এর বিভিন্ন টারমিনোলজি নিয়ে প্রায় ১০ টি এমসিকিউ ছিল। যারা এ বিষয়ে সামান্য ধারনা নিয়ে যাবে তারা এগিয়ে থাকবে।

রিটেন অংশে ২ টা রিটেন ম্যাথ ও সমসাময়িক বিভিন্ন ইস্যু/ অর্থনৈতিক/ ব্যাংকিং ইত্যাদি বিষয়ের উপর ১টি কম্প্রিহেনশন রাইটিং থাকবে।

শর্টলিস্টিং ও সম্ভাব্য পোস্ট সংখ্যাঃ

যাদের সিজিপিএ ৩.২০ এর উপরে তাদের শর্টলিস্টেড হওয়ার সম্ভাবনা বেশি। পাবলিক বিশ্ববিদ্যালয় প্রেফারেন্স পায়। গত ২ বার ১০০+ MTO নিয়েছে। এবারও ১০০+ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

স্যালারিঃ

অন প্রবেশন ৫২০০০। কনফার্মেশন এর পর ৬৫০০০+।

কর্মপরিবেশঃ

কর্মপরিবেশ ভাল। ইসলামী ভাব রয়েছে। যারা ইসলামী মাইন্ডেড তারা এখানে কাজ করে শান্তি পাবেন।  

টার্গেট প্রেশারঃ

ইনডিভিজুয়াল কোনো টার্গেট নেই। ব্রাঞ্চ টার্গেট রয়েছে। বেশির ভাগ ব্রাঞ্চের টার্গেট অটোমেটিক ফিল আপ হয় ও সেটা সবাইকে ডেজিগনেশন অনুযায়ী ভাগ করে দেওয়া হয়। তবে ব্যাংকিং ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থার কারনে ম্যানেজার আপনাকে ডিপোজিটের জন্য প্যারা দিতে পারে।

প্রমোশনঃ

৩ বছর পর পর প্রমোশন ডিউ হয়। তবে এক্সট্র্বা- অর্ডিনারী পারফরম্যান্স দেখাতে পারলে এক্সছেলারেটেড প্রমোশন এর ব্যবস্থা আছে। সেটা ২/১ বছর পর পর হয়। MTO  দের প্রমোশন ঠিক সময়ে দিয়ে দেয়।

ইনসেন্টিভঃ

বছরে ৩/৪ টা। ২ টা ইন জেনারেল সবাইকে দেয়। বাকি ১/২ টা পারফরম্যান্স অনুযায়ী।

Post a Comment (0)
Previous Post Next Post